
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দোকানে ঢুকে খেলনা পিস্তল দেখিয়ে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার সময় দুই কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (১৩ জুন ২০২৫) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেইট এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলো—মো. সিফাত (১৬), পিতা সাইফুল ইসলাম, গ্রাম বারবাড়ী, এবং মো. সাদিকুল ইসলাম (১৭), পিতা আবুল কাশেম, গ্রাম চারিপাড়া—দুজনেই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা। এসময় তাদের সাথে থাকা আরও একজন কিশোর পালিয়ে যায়।
ভুক্তভোগী দোকানদার মো. মেহেদী হাসান প্রিন্স জানান, তিনজন কিশোর দোকানে ঢুকে পিস্তল দেখিয়ে চাঁদা দাবি করে এবং দোকান বন্ধ করে দিতে বলে। হঠাৎ এ ধরনের সন্ত্রাসী কায়দায় হুমকি পেয়ে তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
ভালুকা মডেল থানা পুলিশ জানায়, আটক দুই কিশোরের কাছ থেকে উদ্ধারকৃত পিস্তলটি খেলনা। তবে ঘটনাটি অত্যন্ত গুরুতর এবং ভয়ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে করা হয়েছে বলে মনে করছে পুলিশ। এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
আরও পড়ুনঃ জাতীয় নাকি স্থানীয় নির্বাচন: কোনটি আগে জরুরি?
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা এ ধরনের ঘটনার কঠোর শাস্তি দাবি করেছে।