spot_img

― Advertisement ―

spot_img

ময়মনসিংহে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্য, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ শহরের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। চাল, পেঁয়াজ, ডাল, মাছ, মাংস এবং...
প্রচ্ছদসারা বাংলাছাত্র জমিয়ত বাংলাদেশ নেত্রকোনা জেলা ২০২৫-২৬ মেয়াদে নতুন কমিটি গঠন

ছাত্র জমিয়ত বাংলাদেশ নেত্রকোনা জেলা ২০২৫-২৬ মেয়াদে নতুন কমিটি গঠন

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা জেলা প্রতিনিধি: ছাত্র জমিয়ত বাংলাদেশ, নেত্রকোনা জেলা শাখার ২০২৫-২৬ মেয়াদে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গতবৃহস্পতিবার (১২ জুন) জামিয়া মাহমুদিয়া শালজানস্থ কাসেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে এক বর্ণাঢ্য সম্মেলন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়তের নেত্রকোনা জেলা শাখার সাবেক সভাপতি মুফতি আরিফুল ইসলাম কাসেমী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী কমিটির অর্থ সম্পাদক শামীম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি তাহের কাসেমী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী, এবং ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন তালুকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বসম্মতিক্রমে মাহমুদ হাসানকে সভাপতি, জিহাদুল ইসলাম নুরীকে সাধারণ সম্পাদক, শামীম চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুখলেসুর রহমান ইলিয়াসকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে জেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উঠে আসা যোগ্য ও উদ্যমী ছাত্রনেতারা অন্তর্ভুক্ত হয়েছেন।

আরও পড়ুনঃ সাভারে হিরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ছাত্র হত্যার আসামি আওয়ামী লীগ নেতা আটক

অনুষ্ঠানে বক্তারা ছাত্র সমাজকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানান এবং নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের গতিশীলতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে রিদওয়ান মাজহারি বলেন, “এই নতুন কমিটির মাধ্যমে নেত্রকোনায় ছাত্র জমিয়তের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং আদর্শিক নেতৃত্ব বিকাশ লাভ করবে।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সংগঠনের মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।