spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে চাঁদার দাবিতে মিলকর্মীকে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসী বাহিনী

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদার দাবিতে এক মিলকর্মীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের পরিচয়ধারী একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে।...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরে কিশোরীকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ধর্ষক গ্রেফতার

লক্ষ্মীপুরে কিশোরীকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ধর্ষক গ্রেফতার

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে একটি সংঘবদ্ধ দল ১৪ বছর বয়সী এক কিশোরীকে হাত পা বেধে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১১ জুন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামে।

শুক্রবার (১৩ জুন) সকালে পৃথক স্থান থেকে এ ঘটনায় জড়িত রাজু (১৮) ও শরীফ (২৪) নামের দুই ধর্ষকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে রামগতি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

জানা যায়, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্তরা চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের বাসিন্দা। গত বুধবার (১১ জুন) সকালে বাড়ির পাশে একটি ছাড়া বাড়িতে ছাগল বেঁধে এসেছিলেন ওই কিশোরী। দুপুর একটার দিকে ছাগলটি আনতে গেলে জুয়েল (১৮), আজাদ (১৭), রাজু (১৮) ও শরীফ (২৪) তার হাত-পাঁ বেঁধে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনা কাউকে না জানাতে ভুক্তভোগীর পরিবারকে নানা হুমকি ধমকি দেয় অভিযুক্তরা।

আরও পড়ুনঃ ছাত্র জমিয়ত বাংলাদেশ নেত্রকোনা জেলা ২০২৫-২৬ মেয়াদে নতুন কমিটি গঠন

শুক্রবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত শরীফকে উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের নিজ বাড়ি থেকে ও দুপুর একটার দিকে এ মামলার প্রধান আসামি রাজুকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।