spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন কার্টুনে মানব ভ্রূণ, তদন্তে পুলিশ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন কার্টুনে মানব ভ্রূণ, তদন্তে পুলিশ

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হাসপাতালের পেছনে স্যালাইনের খালি কার্টুনের ভেতর থেকে তিন/চার মাস বয়সী একটি মানব ভ্রূণ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকালে বিষয়টি প্রথম নজরে আসে স্থানীয়দের, পরে তা জানাজানি হলে ঘটনাস্থলে উপস্থিত হন গণমাধ্যমকর্মীরা।

স্থানীয়রা জানান, হাসপাতালের পেছনে দুর্গন্ধ ও মাছির ভনভনানির সূত্র ধরে তারা কার্টুনটির কাছে যান এবং ভিতরে মানব ভ্রূণ সদৃশ কিছু দেখতে পান। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় বিষয়টি জানালে, কালীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে ভ্রূণটি থানা হেফাজতে নেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের ইলেকট্রিশিয়ানসহ আশপাশের লোকজন জানিয়েছেন, তারা সকালে ঘটনাস্থলে দুর্গন্ধ টের পেয়ে সেখানে যান এবং স্যালাইনের কার্টুনে ভ্রূণের মতো বস্তু দেখতে পান।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদের কাছে জানতে চাইলে তিনি প্রাথমিকভাবে স্বীকার করেন, এটি তিন/চার মাস বয়সী মানব ভ্রূণ। তবে কিছুক্ষণ পর তিনি বলেন, “ভ্রূণটি মানব না অন্য কোনো প্রাণীর, তা এখনো নিশ্চিত নয়।”

আরও পড়ুনঃ গাজায় গণহত্যা বন্ধে মুসলিম উম্মাহকে সোচ্চার হতে হবেঃ জামায়াত নেতা ড. খলিলুর রহমান

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভ্রূণ উদ্ধারের আগের রাত আনুমানিক ভোর ৪টার দিকে জরুরি বিভাগে প্রসব ব্যথা নিয়ে এক নারী আসেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে পরামর্শ দেন। কিন্তু অবস্থার অবনতি হলে রোগীটিকে ভর্তি করা হয়। এর মাঝে তিনি একবার ব্যথা নিয়ে উত্তর পাশের কেবিনের দিকে চলে যান এবং কিছুক্ষণ পর রক্তমাখা অবস্থায় ফিরে আসেন। পরে তাকে হাসপাতালে ভর্তি রেখে স্যালাইনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে রেফার করে পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনার সঙ্গে ঐ নারীর কোনো সংযোগ আছে কিনা, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা হাসপাতালের নজরদারিতে অব্যবস্থাপনার অভিযোগও তুলেছেন।

এ বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।