spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাময়মনসিংহে গলি থেকে নারীর মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

ময়মনসিংহে গলি থেকে নারীর মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় একটি গলি থেকে জোবেদা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ জুন) বিকেলে পাসপোর্ট অফিসসংলগ্ন গলিতে পড়ে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি থানায় জানালে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি গলিতে ফেলে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, “ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছি। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার ক্লু খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।”

পরিবার সূত্রে জানা গেছে, নিহত জোবেদা খাতুন ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী মধ্যপাড়া আকন্দবাড়ি এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী। ঈদুল আজহার দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরনে থাকা কাপড় দেখে পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন।

আরও পড়ুনঃ নদীভাঙনের আতঙ্কে রাজশাহীর আষাড়িয়াদহ ও আলাতুলির ৬০ হাজার মানুষ

এই ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, ঈদের সময় নিরাপত্তা ব্যবস্থা শিথিল থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিহতের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।