
মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম ও সদস্য পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর ও পেশাবিরোধী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘Hannan Rahim Talukdar’ নামের একটি ফেসবুক আইডি থেকে ১৪ জুন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে “সাংবাদিক পরিচয়ে তল্লাশি” শীর্ষক কিছু ছবি ও বিবরণ পোস্ট করা হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া ও সমালোচনা ছড়িয়ে পড়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, এম হান্নান রহিম তালুকদার চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য। অথচ বাস্তবে তিনি কখনো চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ছিলেন না এবং বর্তমানে তিনি এই সংগঠনের কোনো কার্যক্রমেও যুক্ত নন। এ ধরনের ভিত্তিহীন দাবি অত্যন্ত দুঃখজনক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুনঃ সড়কে প্রাণ গেল ইবি শিক্ষার্থীর, আহত ২
চট্টগ্রাম প্রেস ক্লাব স্পষ্টভাবে জানায়, পেশাদার, নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে তাদের অবস্থান সবসময়ই অটল। কেউ যদি প্রেস ক্লাবের নাম বা পরিচয় ব্যবহার করে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থে বিভ্রান্তি সৃষ্টি করে, তবে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
জনসাধারণ ও গণমাধ্যম সংশ্লিষ্টদের এসব ভুয়া পরিচয়ধারীদের বিষয়ে সতর্ক থাকারও অনুরোধ জানানো হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে।