spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাবরিশালে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

বরিশালে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

মোঃ সিফাত ই মঞ্জুর রোমান, বরিশাল প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিপ্তরের (DYD) যৌথভাবে বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় বরিশালে তৃতীয় ব্যাচের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন বরিশালের একটি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আয়োজিত লিখিত পরীক্ষায় পাঁচ শতাধিক আগ্রহী প্রার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষাটি অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।

পুরো কার্যক্রমটি সরেজমিন তদারকি করেন বরিশাল যুব উন্নয়ন অধিপ্তরের উপপরিচালক মো: প্রিন্স বাহউদ্দীন তালুকদার, মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: আবু মামুন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বরিশাল বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

আরও পড়ুনঃ আমজনতার দল থেকে পদত্যাগ, ‘নতুন বাংলাদেশ পার্টি’র আত্মপ্রকাশ

পরীক্ষায় অংশ নেওয়া এক প্রার্থী বলেন, “আমি অনেক দিন ধরেই ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছিলাম। বরিশালে সরকারি ব্যবস্থাপনায় এমন সুযোগ পেয়ে খুবই আনন্দিত ও আশাবাদী।”

বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই ফলাফল প্রকাশ করে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৯ জুন ২০২৫ মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।