মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী প্রেসক্লাবকে সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের কবল থেকে অবিলম্বে মুক্ত করার দাবিতে রাজশাহীর শতাধিক সিনিয়র ও পেশাদার সাংবাদিক জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট চিহ্নিত সন্ত্রাসী ও ভুয়া সাংবাদিক নজরুল ইসলাম জুলু অস্ত্রধারী সঙ্গীদের নিয়ে প্রেসক্লাবে সশস্ত্র হামলা চালায় এবং প্রেসক্লাব অবৈধভাবে দখল করে নেয়। হামলার সময় ক্লাবের তালা ভেঙে প্রকৃত সাংবাদিকদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। পরবর্তীতে ক্লাবের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আর্থিক সম্পদ লুটপাটেরও অভিযোগ উঠে।
জুলু ও তার অনুসারীরা বর্তমানে প্রেসক্লাবকে ঘিরে চাঁদাবাজি, জুয়া ও মামলাবাণিজ্যের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে প্রকৃত সাংবাদিকরা পেশাগতভাবে মারাত্মক হুমকির মুখে পড়েছেন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, রাজশাহী প্রেসক্লাব ১৯৫৪ সালে জননেতা আতাউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং এটি দেশের দ্বিতীয় প্রাচীন প্রেসক্লাব। বহু আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা এই প্রতিষ্ঠান আজ অবৈধ দখলে পড়ে রয়েছে, যা শুধুমাত্র সাংবাদিক সমাজ নয়, গোটা গণতন্ত্রের জন্যই হুমকিস্বরূপ।
আরও পড়ুনঃ মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল সাগর, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সাংবাদিকরা বলেন, “আমরা জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি, যাতে প্রশাসনিক ব্যবস্থায় রাজশাহী প্রেসক্লাবকে অবৈধ দখলমুক্ত করে প্রকৃত সাংবাদিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।”
স্মারকলিপির অনুলিপি বিভাগীয় কমিশনার, আরএমপি কমিশনার, ডিজিএফআই রাজশাহী শাখা ও র্যাব-৫ এর কাছেও পাঠানো হয়েছে।
সাংবাদিক নেতারা জানান, দেশের বিভিন্ন জেলার মতো—যেমন পঞ্চগড়, সেখানে প্রশাসনের মাধ্যমে দখলদারদের উচ্ছেদ করে সাংবাদিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। রাজশাহীতেও এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা।