মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর শহরের মল্লিক পাড়ার বাসিন্দা মোঃ মাহবুবুর রহমান চাঁদু কর্তৃক দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা খারিজ করে দিয়েছেন খুলনার বিভাগীয় স্পেশাল সাইবার ট্রাইব্যুনাল আদালত। মামলায় অভিযুক্ত মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাসিম বিল্লা মতুসহ আরও ছয়জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) খুলনার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মমিনুন নেসা দীর্ঘ শুনানি শেষে মামলাটি খারিজের নির্দেশ দেন। আদালত তার রায়ে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য পর্যাপ্ত ও গ্রহণযোগ্য তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়নি।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৬ জুলাই মাহবুব চাঁদু ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৪/২৫(১)(ক)/২৫(১)(খ)/২৫(২)/২৯/৩১/৩৫ ধারায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মোতাসিম বিল্লা মতু, সাইফুল বাহার স্বাধীন, মুত্তাকী বিল্লাহ শাফিন, শামীম হাসান সোহাগ, তৌহিদুল ইসলাম লিওন, সৌমিক ও এস. এম. মেহরাব হোসেন।
আরও পড়ুনঃ ময়মনসিংহে ডিবির অভিযানে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
আদালত অভিযোগ যাচাই শেষে মামলাটি খারিজ করে দেন এবং সকল আসামিকে আইনি দায়মুক্তি দেন। এ রায়ে অভিযুক্ত পক্ষ স্বস্তি প্রকাশ করেছে এবং মামলাটিকে একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি হিসেবে উল্লেখ করেছেন তারা।
এদিকে মামলার বাদী পক্ষ এখনও এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।