মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর জেলা প্রতিনিধি: প্রস্তাবিত মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন ও একাডেমিক কার্যক্রম শুরু সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন ২০২৫) সকাল ১০টায় মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। তিনি বলেন, “চলতি সেশনেই মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত স্থান নির্ধারণ এবং শিক্ষা কার্যক্রম চালু করতে সকলের সহযোগিতা প্রয়োজন।” তিনি প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি অবকাঠামো ও শিক্ষার্থী সুবিধার বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন, মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার জামিল খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আরও পড়ুনঃ উন্নয়নের নামে হাজার কোটি টাকার লোপাট পায়রা বন্দরে
সভায় বক্তারা বলেন, মেহেরপুরের মতো একটি সীমান্তবর্তী জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে শিক্ষার প্রসার ঘটবে, কর্মসংস্থান বাড়বে এবং সামগ্রিকভাবে জেলার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস নির্ধারণ, শিক্ষক নিয়োগ, কোর্স কাঠামো ও ভর্তির বিষয়েও প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষা বিস্তারের অংশ হিসেবে মেহেরপুরে একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এটি একটি বড় অগ্রগতি বলে মনে করছেন স্থানীয়রা।