
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর অবশেষে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ। নিহত শিশুর নাম আলিফ খান, তিনি উপজেলার নিগুয়ারী ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামের বাসিন্দা কানন খানের ছেলে।
রবিবার (২২ জুন ২০২৫) বিকেলে ওই গ্রামেরই এক পুকুরে কচুরিপানার নিচে ভেসে থাকা অবস্থায় আলিফের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পাগলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দুপুরে হঠাৎ নিখোঁজ হয় আলিফ। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
শিশুটির চাচা জেকেন মাস্টার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পাঁচ দিন পর ভাতিজার মরদেহ পেলাম। কীভাবে এমন ঘটনা ঘটল, আল্লাহই ভালো জানেন।”
আরও পড়ুনঃ “সাধারণ জনগণের কথা বিবেচনায় কাজ করুন” — জেলা প্রশাসক মুফিদুল আলম
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান, “শিশুটির মরদেহ আংশিকভাবে পচে গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”
হঠাৎ শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে।