মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হুমায়ুন কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (২২ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দড়িসোম গ্রামের মরহুম ফটিক মিয়ার বড় ছেলে হুমায়ুন কবির ছিলেন একজন খ্যাতিমান পোলট্রি ফিড ব্যবসায়ী এবং কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক অর্থবিষয়ক সম্পাদক ও সদস্য।
বাদ মাগরিব কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কালীগঞ্জ জামিল চক্ষু ও জেনারেল হাসপাতালের সামনে আনুষ্ঠানিকভাবে তাঁকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম।
পরবর্তীতে দড়িসোম সামাজিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের জানাজা ও দাফনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের জনগণ অংশ নেন।
মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুনঃ সাবেক তিন সিইসি ও কমিশনারদের বিরুদ্ধে বিএনপির মামলা
তাঁর মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি মো. জাকারিয়া আল মামুন, কার্যকরী সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. নোমান, কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আ. গাফফার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক শিশিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।