
মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ শেরপুরে সশস্ত্র ডাকাতির ঘটনায় গুরুতর আহত হয়েছেন জামায়াতে ইসলামীর শেরপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও শেরপুর ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শাহীন আলম।
রোববার (২২ জুন) গভীর রাতে তার নিজ বাসভবনে একদল দুর্বৃত্ত প্রবেশ করে হামলা চালিয়ে মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায়।
জানা যায়, রাতের আঁধারে সশস্ত্র ডাকাত দল শাহীন আলমের বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করে। এতে তিনি মারাত্মক আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার সময় ডাকাত দল বাসার ভেতর তছনছ করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শাহীন আলমের পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন।
স্থানীয়রা জানান, এ ধরণের নৃশংস ও বেপরোয়া ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আরও পড়ুনঃ বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজনৈতিক সহকর্মীরাও এ হামলার নিন্দা জানিয়ে বলেন, শাহীন আলম একজন সম্মানিত চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালক ও সমাজসেবী। এ ধরনের বর্বর হামলা শুধু ব্যক্তি নয়, পুরো সমাজের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে।
এদিকে, শেরপুর থানার ওসি জানিয়েছেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শুরু হয়েছে, খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে অভিযান চলছে।”
এই ঘটনার পর নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।