spot_img

― Advertisement ―

spot_img

বিদ্যাময়ী স্কুলে অভিভাবক ছাউনিতে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের পাশে অভিভাবকদের জন্য নির্ধারিত ছাউনিতে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ...
প্রচ্ছদসারা বাংলাভালুকায় ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

ভালুকায় ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামে এক নারী গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর রেঞ্জ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসমা আক্তার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির বালি ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

নিহত আসমা আক্তার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিলবোকা কাঠাল গ্রামের নুরুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ রায়পুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক শনাক্ত ও আটক করতে আইনানুগ কার্যক্রম চলছে।”

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবি আবারও জোরালো হয়েছে।