আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) রাতে পৌর এলাকার গ্রীনরোডে অভিযান চালিয়ে এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। দণ্ডপ্রাপ্ত যুবক ফাহিম হাসান (২৩) ফুলপুর পৌরসভার মৃত আব্দুল্লার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ফাহিম হাসান ওইদিন রাতে মাদক সেবন করে বাড়ি ফিরে মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মাকে ও ছোট বোনকে মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে সে। একপর্যায়ে অসহ্য হয়ে মা ছালমা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে বিষয়টি জানান। রাত সাড়ে ১০টার দিকে ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম ঘটনাস্থলে পৌঁছান এবং ভুক্তভোগী মা, বোন ও ভগ্নিপতির জবানবন্দি নেন।
জবানবন্দি ও现场 প্রমাণের ভিত্তিতে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফাহিমকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ফাহিমের মা ছালমা বেগম বলেন, “ছেলেটার কারণে আমরা পরিবারসহ আতঙ্কে থাকি। বাধ্য হয়েই তাকে আইনের হাতে তুলে দিয়েছি। কোনো মা যেন এমন পরিস্থিতির শিকার না হন।”
আরও পড়ুনঃ প্রেমিককে ভিডিও কলে রেখে রাজশাহী কলেজ ছাত্রীর আত্মহত্যা
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদি জানান, “ফাহিম আগে থেকেই মাদকসেবী হিসেবে কুখ্যাত ছিল এবং পরিবারকেও প্রায়শ নির্যাতন করত। অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বর্তমানে ফাহিম পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেকেই মায়ের এমন সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন।