spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাঅস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার, কোতোয়ালি থানার অভিযানে চাঞ্চল্য

অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার, কোতোয়ালি থানার অভিযানে চাঞ্চল্য

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) রাতে ২নং ফাঁড়ির ইনচার্জ সাজেক কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ জিসান, মোঃ অপু ইসলাম, মোঃ মুরাদ এবং মোঃ পারভেজ। তারা সবাই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বিপজ্জনক অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল—১টি চাইনিজ কোরাল, ১টি সুইচ গিয়ার ছোরা, ১টি লোহার প্লাস, ২টি লোহার রড এবং ১টি স্টিলের পাইপ।

আরও পড়ুনঃ ফুলপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ছয় মাসের কারাদণ্ড

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিরা নগরীতে দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এই ঘটনায় এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে এবং পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের দাবি—এ ধরনের অপরাধ দমনেই শৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনা সম্ভব।