
মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে অতিরিক্ত মদ্যপানে শাজিদুল ইসলাম (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার একটি খাবার হোটেলে বয়ের কাজ করতেন এবং নেত্রকোনা জেলার বাসিন্দা।
রবিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বন্ধু হাবিবের সঙ্গে কুয়াকাটায় ঘুরতে আসেন শাজিদুল। তারা হোটেল স্কাইভিউয়ের ৪০৮ নম্বর কক্ষে ওঠেন। সেদিন বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে রাতে হোটেলে ফিরে শাজিদুল একাই মদ্যপান করেন। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়লে রোববার সকাল ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া উপজেলা হাসপাতালে রেফার করা হলেও তারা উন্নত চিকিৎসার পরিবর্তে হোটেলেই ফিরে যান। পরে অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসক মো. রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু হাবিব জানান, “শনিবার রাতে ঘোরাফেরার পর আমি ঘুমিয়ে পড়ি। পরে জানতে পারি শাজিদুল একা মদ্যপান করেছে। সকালেই সে অসুস্থ হয়ে পড়ে।”
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ হোসেন বলেন, “ভর্তির আগেই ওই যুবকের মৃত্যু হয়। প্রাথমিক আলামতে অতিরিক্ত মদ্যপানজনিত বিষক্রিয়া মনে হচ্ছে।”
আরও পড়ুনঃ ময়মনসিংহ সড়কে মৃত্যুর মিছিল: ফুলপুর, ভালুকা ও তারাকান্দা এখন দুর্ঘটনার হটস্পট
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং মরদেহ থানায় আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এই ঘটনায় কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা এবং হোটেল ব্যবস্থাপনায় আরও সতর্কতা নেওয়ার দাবি উঠেছে।