spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাসাভারের আশুলিয়ায় একদিনে তিন সন্ত্রাসী ঘটনা: আতঙ্কে এলাকাবাসী

সাভারের আশুলিয়ায় একদিনে তিন সন্ত্রাসী ঘটনা: আতঙ্কে এলাকাবাসী

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় একদিনে পরপর ঘটে গেছে তিনটি ভয়াবহ সন্ত্রাসী ঘটনা, যা পুরো এলাকাকে আতঙ্কিত করে তুলেছে। দিনের শুরুতেই অস্ত্রের মুখে নগদ পাঁচ লক্ষ টাকা ছিনতাই, দুপুরে বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার এবং রাতে চার যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে।

প্রথম ঘটনা ঘটে সোমবার সকালে। নবীনগর সোনালী ব্যাংক পিএলসি সাভার ক্যান্টনমেন্ট শাখা থেকে পাঁচ লক্ষ টাকা উত্তোলন করেন কুয়েত প্রবাসী লিটন মিয়ার স্ত্রী রাবেয়া আক্তার বিউটি। খেজুরটেকে নিজ বাসায় ফেরার পথে অটোরিকশায় নিরিবিলি এলাকায় পৌঁছালে হঠাৎ একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে প্রকাশ্যে নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় প্রবাসী লিটন মিয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং একটি লিখিত অভিযোগ গ্রহণ করেছে।

দ্বিতীয় ঘটনা ঘটে দুপুরে। আশুলিয়ার জামগড়ার ইস্টার্ন হাউজিং এলাকার এম এস গলির জনৈক রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায় পুলিশ। সেখানে সন্ত্রাসী শামীম শেখ ওরফে মুন্না শেখ-এর রুম থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি দা, তিনটি ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। অভিযানে শামীম শেখকে আটক করেছে পুলিশ।

তৃতীয় ঘটনায়, রাত গভীর হতে না হতেই আবারও সন্ত্রাসী হামলার শিকার হন চার যুবক। জামগড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে তারা এলোপাতাড়ি কুপিয়ে আহত হন। আহতদের দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, এ হামলার কারণ এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুনঃ ইবিতে ‘আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’ বিভাগের নাম পরিবর্তন

এসব ঘটনার বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, “তিনটি ঘটনাই তদন্তাধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং সন্ত্রাস দমনে পুলিশ কঠোর ব্যবস্থা নিচ্ছে।”

একদিনে ঘটে যাওয়া এই তিনটি সহিংস ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ দাবি জানিয়েছে, দ্রুত নিরাপত্তা জোরদার ও অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে।