spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাআশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী মতিন-স্ত্রীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী মতিন-স্ত্রীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত এম এ মতিন ও তার স্ত্রী মরিয়ম বেগমের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সোমবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ১২ বছর ধরে আশুলিয়ার গাজীরচট এলাকার প্যারাগন পোল্ট্রির সামনে ২১ বিঘা জমি নিয়ে মতিন ও তার সহযোগীদের সঙ্গে বিরোধ চলে আসছে। এই জমি নিয়ে মতিন, পিন্স আক্তার বাবলু, ইকবাল, আব্দুল মতিন, রহিম খাঁন, মিসেস রুমি, ফাহিমা মাহমুদ ও সালাউদ্দিন মিলে সাধারণ মানুষের জমি জবরদখলের চেষ্টা করে আসছেন।

বক্তারা আরও জানান, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আসাদউল্লাহ আহমেদ দুলাল উক্ত জমির পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। পরবর্তীতে জমিতে প্রবেশের চেষ্টার সময় রবিবার ভোরে দুর্বৃত্তরা সেখানে ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় ভুক্তভোগীরা আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, এম এ মতিন আশুলিয়ার গাজীরচট এলাকায় ভয়ংকর প্রভাব বিস্তারকারী ভূমিদস্যু হিসেবে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করে আসছেন। তার নামে আশুলিয়া থানায় অর্ধশতাধিক অভিযোগ রয়েছে। মতিনের প্রাসাদোপম বাড়ি সিসিটিভিতে সজ্জিত, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন না। এলাকাবাসী এই বাড়িকে ‘অভেদ্য দুর্গ’ হিসেবে আখ্যা দিয়েছে।

আরও পড়ুনঃ ‘পথে হল দেখা’ প্রতিযোগিতায় গল্প লেখায় সেরা দশে ইবির মারুফ

এছাড়া অভিযোগ রয়েছে, প্রায় এক বছর আগে চারাবাগ এলাকায় জমি দখল করতে গিয়ে জনতার গণপিটুনির শিকার হয়েছিলেন মতিন, তার স্ত্রী ও ছেলে। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও তারা ফের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এম এ মতিন ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, তাদের দাবি দ্রুত না মানলে কঠোর আন্দোলনের মাধ্যমে সারা এলাকা অচল করে দেওয়া হবে।