spot_img

― Advertisement ―

spot_img

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, সাত জেলে জীবিত উদ্ধার

মোঃ তরিকুল ইসলাম, কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার ডুবে গেলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন সাত জেলে।বুধবার (২ জুলাই) ভোরে...
প্রচ্ছদসারা বাংলাকুয়াকাটায় পরীক্ষায় অসদুপায়ে লিপ্ত দুই শিক্ষার্থী বহিষ্কার

কুয়াকাটায় পরীক্ষায় অসদুপায়ে লিপ্ত দুই শিক্ষার্থী বহিষ্কার

মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় চলমান এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) ইংরেজি প্রথম পত্র পরীক্ষাকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কুয়াকাটা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে অসদুপায়ে জড়িত থাকার অভিযোগে খানাবাদ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোসা. বৈশাখী হাওয়া (রোল নম্বর: ১১০৬৫৩) এবং মানবিক বিভাগের শিক্ষার্থী মোসা. উন্মে হানি (রোল নম্বর: ২৩০১১৮)-কে বহিষ্কার করেন ভ্রাম্যমাণ আদালত।

পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহারসহ অসদুপায়ে লিপ্ত থাকার প্রমাণ পাওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী মতিন-স্ত্রীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের এক পরীক্ষার্থী মো. আরিফ দেওয়ান। তিনি জানান, পরীক্ষার নিয়ম ভঙ্গ করায় পরীক্ষার হলে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে ম্যাজিস্ট্রেট এসে ব্যবস্থা নেন।

এ বিষয়ে কেন্দ্রের কর্মকর্তারা জানান, পরীক্ষা চলাকালীন শৃঙ্খলা বজায় রাখতে এবং প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায়ের প্রবণতা রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। যেকোনো ধরনের অনিয়মে জড়িত পরীক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।