spot_img

― Advertisement ―

spot_img

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, সাত জেলে জীবিত উদ্ধার

মোঃ তরিকুল ইসলাম, কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার ডুবে গেলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন সাত জেলে।বুধবার (২ জুলাই) ভোরে...
প্রচ্ছদসারা বাংলাবঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, সাত জেলে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, সাত জেলে জীবিত উদ্ধার

মোঃ তরিকুল ইসলাম, কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার ডুবে গেলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন সাত জেলে।

বুধবার (২ জুলাই) ভোরে গভীর সমুদ্রে মাছ ধরার সময় প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। তবে কুয়াকাটা টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং স্থানীয় জেলেদের তাৎক্ষণিক তৎপরতায় সাত জেলেকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুপুর ৩টার দিকে খবর পাওয়ার পরপরই রেসকিউ অভিযান শুরু হয়। প্রথমে দুইজনকে উদ্ধার করা হয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকিদের সন্ধান পাওয়া যায়। উদ্ধার হওয়া জেলেরা হলেন মাহবুব মাঝি (৩১), হাসান (৩৬), মামুন (৩২), তানজিল (২৮), ইসমাইল (৩০), মোস্তফা (৫০) এবং তানিম (২০)। এদের মধ্যে ছয়জন কুয়াকাটার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা এবং তানিম বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা।

ঘটনার বিবরণে মাহবুব মাঝি জানান, “ভোর ৪টায় আমরা সমুদ্রে যাই। হঠাৎ বড় ঢেউয়ের ধাক্কায় আমাদের ট্রলার ডুবে যায়। আমি ও আরেকজন প্লাস্টিক পট নিয়ে ভেসে থাকি। পরে একটি ট্রলার আমাদের উদ্ধার করে এবং বাকিদের উদ্ধারেও সহায়তা করে।”

আরও পড়ুনঃ ঘুষের অভিযোগে সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে টানা কর্মবিরতি, সরকারের রাজস্বে বড় ধস

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। স্থানীয়দের সহায়তায় সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা পরিবারের কাছে ফিরে গেছেন।”

জীবন-মৃত্যুর এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে ফিরে আসায় উদ্ধার হওয়া জেলেদের পরিবারে স্বস্তি ও কৃতজ্ঞতা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ও মানবিক সহায়তার জন্য পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছেন।