spot_img

― Advertisement ―

spot_img

নালিতাবাড়ীতে রাতভর বালুবাহী ট্রাকে প্রশাসনের অভিযান: ৯ জনকে কারাদণ্ড, ৯টি ট্রাক জব্দ

জায়েদ মাহমুদ রিজন, উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়েছে প্রশাসন।বৃহস্পতিবার...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে রাতভর বালুবাহী ট্রাকে প্রশাসনের অভিযান: ৯ জনকে কারাদণ্ড, ৯টি ট্রাক জব্দ

নালিতাবাড়ীতে রাতভর বালুবাহী ট্রাকে প্রশাসনের অভিযান: ৯ জনকে কারাদণ্ড, ৯টি ট্রাক জব্দ

জায়েদ মাহমুদ রিজন, উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত টানা ৯ ঘণ্টা ধরে চলে এ অভিযান। অভিযানে ৯ জনকে আটক করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জব্দ করা হয় ৯টি বালুবাহী ট্রাক।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সাজাপ্রাপ্তদের মধ্যে জামির হোসেন, গাজী শেখ, রাকিব হোসেন, আব্দুল রাসেল, জহুরুল ইসলাম খোকন ও রুকনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আরিফুল ইসলাম সোহাগ, মো. মমিন মিয়া এবং আব্দুল কাদিরকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, আটককৃতদের সবাই বিভিন্ন এলাকা থেকে এসে অবৈধভাবে বালু পরিবহন করছিলেন। জব্দ হওয়া ট্রাকগুলো বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে এবং এসব বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ বর্ষায় ফুলের আভায় বিমোহিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দাউদকান্দি — সৌন্দর্য আর শিক্ষার অপূর্ব মেলবন্ধন

অভিযানে নেতৃত্ব দেওয়া প্রশাসনিক কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। তিনি আরও বলেন, “নালিতাবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরেই একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে পরিবেশ ও সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। প্রশাসন এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।”

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান নিয়মিত চালালে অবৈধ বালু ব্যবসা অনেকাংশে কমে আসবে এবং পরিবেশ ও জনগণের স্বার্থ রক্ষা পাবে। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সচেতন মহল।