আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের পাশে অভিভাবকদের জন্য নির্ধারিত ছাউনিতে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই ২০২৫) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে লোকটিকে ছাউনিতে একা বসে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে কোনো নড়াচড়া না করায় সন্দেহ হলে স্থানীয়রা তার কাছে গিয়ে নিথর দেহ দেখতে পান। বিষয়টি নিশ্চিত হয়ে সঙ্গে সঙ্গে কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমজনিত কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন। মরদেহটি শনাক্ত করা সম্ভব হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”
আরও পড়ুনঃ সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে কুবি ছাত্রদল নেতার মারধরের অভিযোগ
এ ঘটনায় স্থানীয়রা বিদ্যালয় এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, জনসমাগমপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে এমন অপ্রত্যাশিত ঘটনা প্রতিরোধে নিয়মিত টহল ও মনিটরিং ব্যবস্থা থাকা জরুরি।
মরদেহ উদ্ধারের ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।