
মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঢাকার ধামরাইয়ে উপমহাদেশের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব যশোমাধবের উল্টো রথ টানার সময় ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট চিকিৎসকরা।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় গূফনগর এলাকা থেকে উল্টো রথ টানার সময় এই ঘটনা ঘটে। রথটি মাদববাড়ীর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ রথটির একপাশ চেপে গেলে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কাধাক্কির একপর্যায়ে দুইটি দোকানের খুঁটি ভেঙে পড়ে এবং এতে অনেকে পড়ে গিয়ে পদদলিত হন।
দ্রুতই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
সন্ধ্যায় উল্টো রথ টানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রথ কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাশ। এর আগে ২৭ জুন এই ঐতিহ্যবাহী যশোমাধব রথমেলার উদ্বোধন করেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী।
আরও পড়ুনঃ বিদ্যাময়ী স্কুলে অভিভাবক ছাউনিতে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
চার শত বছরের পুরনো এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর লাখো ভক্তের সমাগম হয় ধামরাইয়ে। তবে এবারের আয়োজনে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ব্যবস্থার কিছু ঘাটতির কারণে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আহতদের চিকিৎসা ও রথ যাত্রার বাকি কার্যক্রম নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন।