
জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক নির্বাচনী পথসভা।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. গোলাম কিবরিয়া ভিপি।
ভিপি কিবরিয়া তার বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে তিনি নকলা-নালিতাবাড়ীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চান। তিনি এ অঞ্চলকে একটি বৈষম্যমুক্ত, উন্নত ও আধুনিক জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি দেন।
তিনি তার উন্নয়ন পরিকল্পনায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া, নাগরিক সুবিধা, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন শিল্প, শহর রক্ষা বাঁধ, হাতী-মানুষ সহাবস্থানের সমস্যা নিরসন, দ্বিতীয় ভোগাই ব্রিজ নির্মাণ, নারায়ণখলা ও পিয়ারপুর এলাকায় নতুন ব্রিজ নির্মাণ, নকলা ফায়ার সার্ভিস স্টেশন সচলকরণ, স্থানীয় মসজিদগুলোকে সকালের মক্তবে রূপান্তর, পাহাড়ি জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর এবং সকল ধর্মাবলম্বীদের নাগরিক অধিকার ও সম্মান নিশ্চিত করার কথা বলেন।
আরও পড়ুনঃ ১৬ বছরের সর্বনিম্ন পাসের হার, তবুও দেশসেরা রাজশাহী শিক্ষা বোর্ড
পথসভা শেষে নেতাকর্মীরা যোগানীয়া ইউনিয়নের তালতলা বাজার এবং পরে নকলা হাসপাতাল মোড়ে সংক্ষিপ্ত দুটি পথসভায় অংশ নিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ফারদিন হাসান হাসিব, নকলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার, নালিতাবাড়ী উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ জুবায়ের, নকলা উপজেলার সভাপতি লুৎফর রহমান ফিরোজ ও নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ।