
জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ বাজারে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) ‘ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩’ অনুযায়ী পরিচালিত এই অভিযানে এসব ফার্মেসির বিরুদ্ধে আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে এ জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন দাখিল করেন শেরপুর জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে জামায়াতের নির্বাচনী পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি ভিপি কিবরিয়ার
জরিমানার আওতায় পড়া ব্যক্তিরা হলেন—মেঘদূত সাহা রুপম (৪৫), পিতা জিতেন্দ্র লাল সাহা; দিলিপ কুমার সাহা (৭৬), পিতা দেবনাথ সাহা; বিবেক সাহা (৪০), পিতা দিলিপ কুমার সাহা; এবং বিধান কর্মকার, পিতা সাধন কর্মকার। এদের মধ্যে বিবেক সাহাকে ৫ হাজার টাকা এবং বাকি তিনজনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযুক্তরা সকলেই তারাগঞ্জ এলাকার বাসিন্দা।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। কর্তৃপক্ষ বলছে, এ ধরনের ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার ঘোষণা দেওয়া হয়েছে এবং জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।