
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর রমেশসেন রোডে অবস্থিত নিষিদ্ধ পল্লীতে অভিযান চালিয়ে ১১০০ লিটার বাংলা মদ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) রাতে চালানো এ অভিযানে ঘটনাস্থল থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় নিষিদ্ধ পল্লীর একাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বড় পরিমাণ মদসহ সংশ্লিষ্টদের আটক করা হয়। এই অভিযানে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, এটি গত বছরের ৫ আগস্টের পর ময়মনসিংহে পরিচালিত সবচেয়ে বড় মাদকবিরোধী অভিযান। তারা মনে করছেন, ওসি শিবিরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরীতে চুরি, ছিনতাই ও মাদকের মতো অপরাধ কমে এসেছে। পুলিশের নিয়মিত অভিযান এবং কড়া নজরদারিতে অনেক চিহ্নিত অপরাধী এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
আরও পড়ুনঃ “জমিয়তের নবজাগরণ—আদর্শিক রাজনীতির পুনর্জন্ম”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ওসি শিবিরুল ইসলাম বলেন, “যেখানেই মাদক, সেখানেই অভিযান। ময়মনসিংহ শহরকে মাদক, চুরি ও ছিনতাইমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। নগরবাসীর শান্তি-নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে জানান, জনসচেতনতা ও তথ্যভিত্তিক অভিযানে পুলিশ আরও সক্রিয় হবে।