জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করেছে।
শুক্রবার (১১ জুলাই) ভোরে উপজেলার পানিহাটা সীমান্তপথ দিয়ে বিএসএফ-এর ২২ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্প থেকে এ কার্যক্রম চালানো হয়।
পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং স্থানীয় প্রশাসন।
ময়মনসিংহ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, প্রায় দুই বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে এসব ব্যক্তি দেশের বিভিন্ন সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং দীর্ঘদিন নয়াদিল্লিতে অবস্থান করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশের একটি বিশেষ অভিযানে তারা আটক হন। পরে বৈধ কাগজপত্র না থাকায় প্রথমে বিমানযোগে নয়াদিল্লি থেকে গৌহাটি নেওয়া হয় এবং সেখান থেকে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশইন করা হয়।
আরও পড়ুনঃ নগরীর নিষিদ্ধ পল্লীতে পুলিশের অভিযান: ১১০০ লিটার মদ উদ্ধার, গ্রেপ্তার ১৫
জিজ্ঞাসাবাদে জানা যায়, পুশইন হওয়া ব্যক্তিরা সবাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা। আত্মীয়-স্বজনদের মাধ্যমেও তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের ৩৯ বিজিবি সদস্যরা গ্রহণ করে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।