spot_img

― Advertisement ―

spot_img

বর্ষায় অপরূপ কুয়াকাটা: ভিন্ন রূপে সৈকতের টান

মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত দীর্ঘদিন ধরেই সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য একটি অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত। তবে...
প্রচ্ছদসারা বাংলাবর্ষায় অপরূপ কুয়াকাটা: ভিন্ন রূপে সৈকতের টান

বর্ষায় অপরূপ কুয়াকাটা: ভিন্ন রূপে সৈকতের টান

মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত দীর্ঘদিন ধরেই সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য একটি অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত। তবে শুধুমাত্র শীত মৌসুমেই নয়, বর্ষাকালেও এখন এই সমুদ্র সৈকত পর্যটকদের কাছে সমান আকর্ষণীয় হয়ে উঠেছে। বর্ষার সময়টাতে কুয়াকাটার প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে, আর সেই সাজ দেখতে ছুটে আসছেন দেশের নানা প্রান্তের ভ্রমণপিপাসুরা।

বছরের অন্যান্য সময়ের শান্ত সমুদ্র বর্ষায় রূপ নেয় উত্তাল ঢেউয়ের রাজ্যে। এই ভয়াল অথচ মোহনীয় ঢেউয়ের সঙ্গে মেতে ওঠেন পর্যটকরা। কেউ ঢেউয়ের তালে তালে নাচেন, কেউ বা ডুব দিয়ে খেলেন ঢেউয়ের আঘাত থেকে বাঁচার খেলা। সমুদ্রস্নানে যোগ হয় রোমাঞ্চকর অনুভব। বিশেষ করে এই সময়ে সমুদ্রের পানি তুলনামূলকভাবে কম লবণাক্ত থাকায় পরিবারের ছোট সদস্যরাও নিশ্চিন্তে পানিতে খেলতে পারে।

বর্ষার রূপ শুধু সমুদ্রেই সীমাবদ্ধ নয়, কুয়াকাটার চারপাশও ধারণ করে এক বিশেষ সৌন্দর্য। তাল, নারকেল, ঝাউ গাছে জড়িয়ে পড়ে তাজা সবুজের ছোঁয়া। গঙ্গামতির লেক, যা শীতকালে শুকনো খাল মনে হয়, বর্ষায় হয়ে ওঠে জীবন্ত জলাভূমি—জলজ জীবনের এক রঙিন উৎসব।

এ সময়ে দেখা মেলে খুটা জেলেদের সমুদ্রে ইলিশ ধরার দৃশ্যও। ছোট ছোট ডিঙি নৌকায় মাঝিরা ভয়াল ঢেউয়ের মাঝেই জীবন-জীবিকার সংগ্রামে যান সমুদ্রে। এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হন পর্যটকরা।

শান্ত পরিবেশে প্রকৃতি উপভোগ করতে চাইলে বর্ষাকালীন কুয়াকাটা এখন অনেকের প্রথম পছন্দ। ভ্রমণপিপাসুরা বলছেন, শীতকালীন ভিড়ের তুলনায় বর্ষার নির্জনতা অনেক বেশি মনমুগ্ধকর। সাদা বালুর ওপর খালি পায়ে হাঁটা, হালকা বৃষ্টির ছাঁট, আর কুয়াকাটার একান্ত আপন সৌন্দর্য—সব মিলিয়ে এখানে পাওয়া যায় এক ভিন্নতর অভিজ্ঞতা।

আরও পড়ুনঃ মিটফোর্ডের সামনে প্রকাশ্যে খুন: গ্রেপ্তার ৪, একজনের কাছ থেকে বিদেশি পিস্তল উদ্ধার

স্থানীয় ব্যবসায়ী মো. জাফর আকন জানান, আগে বর্ষায় কুয়াকাটা ফাঁকা থাকত, এখন সারা বছরই পর্যটকের আনাগোনা দেখা যায়। এতে হোটেল-মোটেল ব্যবসাও অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে।

তবে বর্ষায় কুয়াকাটা ভ্রমণের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জও রয়েছে। আকাশ মেঘলা থাকলে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা না-ও যেতে পারে। আবার পরিষ্কার আকাশে দেখা মেলে ডিমের কুসুমের মতো সূর্য ওঠার দৃশ্য, যা একান্তই ভাগ্যবান পর্যটকদের প্রাপ্তি।

সব মিলিয়ে বলা যায়, বর্ষায় কুয়াকাটা কেবলই একটানা বৃষ্টিভেজা সৈকত নয়, এটি হয়ে উঠেছে প্রকৃতি ও মানুষের এক গভীর মেলবন্ধনের প্রতীক। এখন আর বর্ষার কুয়াকাটা শূন্য নয়—এটি হয়ে উঠছে দেশের পর্যটন মানচিত্রে এক নতুন প্রাণসঞ্চার।