
জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে মাঠ পর্যায়ে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) কর্তৃক উদ্ভাবিত কৃষি প্রযুক্তির কার্যকারিতা ও ব্যবহারের বিষয়ে কৃষকদের নিয়ে এক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) উপজেলার চাঁদগাঁও মৃত্তিকা কৃষি ক্লাব প্রাঙ্গণে এ সভার আয়োজন করে জামালপুর এসআরডিআই।
সভায় সভাপতিত্ব করেন এসআরডিআই-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. মোহাম্মদ শওকতুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরডিআই-এর মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএসও মো. মামুনুর রহমান, পিএসও জয়নাল আবেদীন এবং নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।
সভাটি সঞ্চালনা করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুর রহমান এবং মূল আলোচনা উপস্থাপন করেন পিএসও আ. খ. ম. মুর্শেদুর রহমান।
আরও পড়ুনঃ ইবিতে সাংবাদিকদের মারধরে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র ইউনিয়নের নিন্দা ও বিচার দাবি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, চাঁদগাঁও মৃত্তিকা কৃষি ক্লাবের সভাপতি খন্দকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্থানীয় ৪৫ জন কৃষক এবং মৃত্তিকা ও কৃষি সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় কৃষকদের উদ্দেশ্যে মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা, পরীক্ষার সঠিক পদ্ধতি এবং প্রযুক্তির কার্যকর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে কৃষকেরা সরাসরি মতামত প্রকাশ এবং বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পান। অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রতি উৎসাহিত করা হয় এবং এসআরডিআই উদ্ভাবিত আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।