
মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে মুজিব ভাস্কর্যের স্থলে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। সোমবার (১৪ জুলাই) সকাল থেকে রাজশাহী মহানগরীর সি অ্যান্ড বি মোড়ে এ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু করেছে রাজশাহী গণপূর্ত বিভাগ-১। বিষয়টি নিশ্চিত করেছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম।
তিনি জানান, “পিডব্লিউডি রাজশাহীতে স্মৃতিস্তম্ভ স্থাপনের সার্বিক তত্ত্বাবধান করছে এবং এটি সেন্টার থেকে পাওয়া নির্দেশনার ভিত্তিতেই হচ্ছে। ৬৬টি জেলায় একই ধরনের স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে এবং রাজশাহীতেও তারই অংশ হিসেবে এই নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এই জায়গাটি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সম্মতিতে চূড়ান্ত করা হয়েছে। স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ ডিরেক্ট পেমেন্ট মেথডে (ডিপিএম) শুরু হয়েছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ লাখ টাকা এবং মূল ফলক ও নাম খোদাইয়ের জন্য অতিরিক্ত ৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।”
স্মৃতিস্তম্ভের নকশা সম্পর্কে তিনি জানান, “এটি তিনটি ধাপে নির্মিত হবে। শুরুতে ১৮ ফিটের একটি বেস নির্মাণ করা হবে, যেখানে রাজশাহীর শহীদদের নাম উৎকীর্ণ থাকবে। এরপর একটি গোলাকার ১৮ ফিটের রাউন্ড তৈরি করা হবে, যেখানে খোদাই করে লেখা থাকবে ৩৬ জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্লোগান।”
আরও পড়ুনঃ ৭ বছর পর রাজশাহী কলেজে ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু
এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “স্থানটি আমরা নয়, বরং জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছাত্র সমাজই নির্ধারণ করেছে। তাদের মতামতের ভিত্তিতেই এই স্থান চূড়ান্ত করা হয়েছে।”
এদিকে, রাজশাহীর জুলাই শহীদ রায়হান আলীর বাবা মোঃ মুসলেম উদ্দীন বলেন, “এখানে ঠিক কী হচ্ছে তা জানি না। তবে যেহেতু এটি মুজিব ভাস্কর্য স্থলে হচ্ছে, তাই এর একটি গভীর তাৎপর্য আছে। ভবিষ্যতে এটি ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ হিসেবে পরিচিত হবে এবং একসময় হয়তো অনেকেই ভুলে যাবে এখানে কোনো মুরাল ছিল। তাই এটিকে একটি ভালো সিদ্ধান্ত হিসেবে দেখি।”
স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে স্থানীয়ভাবে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এবং অনেকে মনে করছেন, এটি রাজশাহীর রাজনৈতিক ও ইতিহাস-সচেতনতা চর্চার নতুন এক দৃষ্টান্ত হবে।