মেহেরপুর প্রতিনিধি, মো. আব্দুল হামিদ: দেশব্যাপী আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বিকেল ৫টার দিকে পন্টের ঘাটের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ। দেশে রাজনৈতিক প্রতিহিংসা, নিপীড়ন ও বিচারহীনতার সংস্কৃতি ভয়াবহ আকার ধারণ করেছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের।
আরও পড়ুনঃ রাজশাহী কলেজের একমাত্র শহীদ রায়হান আলীর পরিবার ছাড়া শহীদ দিবস পালন নিয়ে সমালোচনার ঝড়
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সুজন, সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন এবং পৌর যুবদলের সদস্য সচিব নওশের আহমেদ রনি।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারের অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন এবং দ্রুত সময়ের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
জনগণের ন্যায্য অধিকার আদায়ে যুবদল মাঠে থাকবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।