
শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ ঢাকা জেলার সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চারিগ্রাম-মুনুদিয়া সংযোগ রাস্তায় ওয়ার্ল্ড ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে একটি ব্রিজ নির্মাণাধীন রয়েছে। ০২ এপ্রিল ২০২৫ ইং তারিখের মধ্যে ব্রিজের কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও যথাসময়ে কাজ শেষ না হওয়ায় বর্ষার পানিতে বাইপাস রাস্তাটি তলিয়ে যায়। এতে স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়।
এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। কৃষক তাদের দুধ ও কৃষিপণ্য বিক্রির জন্য পার্শ্ববর্তী নয়ারহাট ও নতুনপাড়া বাজারে যান। আশেপাশের গ্রাম ও ইউনিয়নের সাধারণ মানুষ এবং সেনাশপিং কমপ্লেক্সের ক্রেতারাও এই রাস্তা ব্যবহার করেন।
তবে দীর্ঘ দিন পেরিয়ে গেলেও ঠিকাদার, সরকারি প্রশাসন ও স্থানীয় সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায়, এলাকার ছাত্র, যুবক ও মুরব্বীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ব্রিজ তৈরির কাজে হাত দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাথালিয়া ইউনিয়ন শাখা।
সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন মুনুদিয়ার কৃতিসন্তান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মোঃ আল আমীন। তিনি জানান, প্রতিদিন হাজারো মানুষ এই রাস্তা ব্যবহার করায় জনস্বার্থে ব্রিজের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রায় পাঁচ দিনের চেষ্টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাঁকোটি নির্মাণ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুম শেষে এই ব্রিজে ব্যবহৃত বাঁশ ও আনুষঙ্গিক সামগ্রী বিক্রি করে প্রাপ্ত অর্থ পার্শ্ববর্তী মসজিদে দান করা হবে। তাই তিনি সবাইকে ব্রিজটির যত্ন নেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুনঃ পুকুরে মিলল ইবি শিক্ষার্থীর লাশ, তদন্তে দুই কমিটি গঠন
১৩ জুলাই, রোববার ব্রিজের কাজ শুরু হয়। শুভ উদ্বোধন ঘোষণা করেন জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী জনাব মাওলানা আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও শিক্ষাবিদ হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা সেক্রেটারি মোঃ আল আমীন, পাথালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ রাশেদ হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৭ জুলাই ২০২৫ ইং বিকাল থেকে সাঁকোটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।