মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর সবুজ হাওলাদার (২৩) নামে এক জেলের পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কুয়াকাটা পৌরসভার শরিফপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবুজ হাওলাদার শরিফপুর গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে এক নারী গরুকে ঘাস খাওয়াতে গিয়ে পরিত্যক্ত ওই বাড়ির ঝোপের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে সবুজের সঙ্গে তার স্ত্রী আমেনার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ স্ত্রীকে থাপ্পড় দেন। পরে আমেনা বিষয়টি তার বড় ভাইকে জানান। তিনি এসে সবুজকে হুমকি দিয়ে যান। এরপর আমেনা বাবার বাড়িতে চলে যান এবং সবুজও তার সঙ্গে যান। পরিবার মনে করেছিল তিনি শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন। কিন্তু শুক্রবার বিকেলে পরিত্যক্ত বাড়ির ঝোপে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
আরও পড়ুনঃ “১৭ বছরের স্বৈরাচার উৎখাতে জুলাইয়ের যোদ্ধাদের প্রচেষ্টা ছিল একটি শেষ না হওয়া ম্যারাথনের মতো”
স্থানীয় বাসিন্দারা জানান, সবুজ পেশায় একজন জেলে হলেও মাঝে মধ্যে তাকে মাদকসেবন করতেও দেখা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, মরদেহ উদ্ধারের সময় গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত ও আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।