spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাশ্রীপুরে দীর্ঘস্থায়ী গ্যাস সংকটে চরম ভোগান্তি, দ্রুত সমাধানে এলাকাবাসীর আবেদন

শ্রীপুরে দীর্ঘস্থায়ী গ্যাস সংকটে চরম ভোগান্তি, দ্রুত সমাধানে এলাকাবাসীর আবেদন

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রীপুর আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। হাজার হাজার শ্রমজীবী ও সাধারণ পরিবারের রান্নাবান্নার কাজ থমকে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন নারী ও শিশুরা। গ্যাসের চাপ এতটাই কম যে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না বলে জানান বাসিন্দারা।

বিকল্প হিসেবে কাঠ ও গ্যাস সিলিন্ডারের ওপর নির্ভর করতে গিয়ে প্রতি পরিবারকে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে, যা নিম্নআয়ের মানুষের জন্য একপ্রকার আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, এই সমস্যা দীর্ঘদিনের হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গত ২৪ মে ২০২৫ তারিখে আশুলিয়া জোনাল বিপণন গ্যাস অফিসে ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলামের কাছে লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়। কিন্তু এখন পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

গণভোগান্তি চরমে পৌঁছানোয় শ্রীপুর এলাকার সর্বস্তরের মানুষ মানবিক দৃষ্টিকোণ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। তারা তিনটি মূল দাবিতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন:

১. শ্রীপুর আবাসিক এলাকায় গ্যাস সরবরাহের মান উন্নয়নে জরুরি পদক্ষেপ গ্রহণ।
২. গ্যাস লাইনের রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে গ্যাসের চাপ স্বাভাবিক রাখা।
৩. সমস্যার অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে এলাকাবাসীকে অবহিত করা।

আরও পড়ুনঃ জাতিসংঘ মানবাধিকার কমিশন স্থাপনের বিরুদ্ধে রাজশাহী কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকাবাসী জানান, এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোরালো আহ্বান—শ্রীপুরের মানুষ যেন অবিলম্বে স্বাভাবিক গ্যাস সুবিধা পায়, সে ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।

এডি/এএইচ