মো. মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশে ঘেরা উপজেলার নাগরী ইউনিয়নের একটি ক্লাব রিসোর্টে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
শনিবার (২৭ জুলাই) সকালে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
সকাল ৮টা থেকে অতিথিরা আসতে শুরু করেন এবং ১০:৩০টায় উত্তরার মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে রাতকানা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আলী হোসেন দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক মো. হোসেন আরমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবিএম আবু বকর সিদ্দিক, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকরা। বক্তব্য দেন কৃতি শিক্ষার্থী সাদিয়া আক্তার বর্ষা ও আহমেদ ওয়ালিদ রেজা।
স্বাগত বক্তব্যে আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেন, “তোমরা যারা ভালো ফলাফল করেছো, তাদের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বমানের প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।”
আরও পড়ুনঃ জুলাই-আগস্ট গণআন্দোলনের মূল নায়ক তারেক রহমান, সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির: আমীর খসরু
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খায়রুল আহসান মিন্টু, সোলায়মান আলম, ফরিদ আহমেদ মৃধা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সাবেক মেয়র লুৎফর রহমান, জাহাঙ্গীর কবির, মোন্তাজ উদ্দিন মাস্টার, ইব্রাহিম প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও আয়োজকরা কৃতি শিক্ষার্থীদের মাঝে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্রেস্ট, সনদপত্র, মগ ও পাটের ব্যাগ উপহারস্বরূপ প্রদান করেন। অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণামূলক মিলনমেলা।