
মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া শহরের আইনশৃঙ্খলা রক্ষায় ধারালো অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চায়নিজ ফোল্ডিং চাকু ও দুটি বড় চাপাতি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই ২০২৫) বেলা ৪টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন মার্কেটে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালিয়ে ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু ও দুটি চাপাতি জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযান চলাকালে দোকান মালিকদের এসব নিষিদ্ধ ধারালো অস্ত্র মজুদ ও ক্রয়-বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়। এছাড়াও সাধারণ মানুষকে এ ধরনের অস্ত্র ব্যবহারের ঝুঁকি, অপব্যবহার এবং আইনগত পরিণতি সম্পর্কে সচেতন করা হয়।
আরও পড়ুনঃ সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত
বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে ছুরি-চাকু সন্ত্রাস, কিশোর অপরাধ ও সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই এই অভিযান চালানো হয়েছে। যুবসমাজকে এসব অপরাধ থেকে দূরে রাখতে ধারাবাহিকভাবে এমন অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয়।
জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা আশা করছেন, এমন নিয়মিত অভিযান শহরের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।