spot_img

― Advertisement ―

spot_img

কুয়াকাটায় ভেসে এলো নিখোঁজ ট্রলার ও এক জেলের মরদেহ

মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্রসৈকতে ডুবে যাওয়া একটি মাছ ধরার ট্রলারসহ এক জেলের মরদেহ ভেসে এসেছে।বৃহস্পতিবার (৭...
প্রচ্ছদসারা বাংলাগভীর বঙ্গোপসাগরে ছয়দিন ভেসে থাকা ১০ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ৫

গভীর বঙ্গোপসাগরে ছয়দিন ভেসে থাকা ১০ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ৫

মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৫ জেলের মধ্যে ১০ জনকে ছয়দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে উদ্ধারকৃতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—লালুয়া ইউনিয়নের সাগর (২২), সাগর-২ (৩৩), রাজিব (২৫), হারুন (২৭), রাহাত (৩৩), ইব্রাহিম (২৬), আমতলীর রফিক (৪০), আলীপুরের হাসান আকন (৩৩), বালিয়াতলীর হাসান (৩০) এবং নোয়াখালীর হারুন (৪৫)। তাদের মধ্যে রাজিব, রফিক ও রাহাতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে এখনও নিখোঁজ রয়েছেন মিঠাগঞ্জ গ্রামের ইদ্রিস, কালাম, নজরুল, মাঝি আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও স্থানীয় নৌপরিবহন কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ অবকাঠামোগত উন্নয়ন ও সংকট নিরসনে ববিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

জীবিত উদ্ধার হওয়া জেলে হাসান আকন জানান, “বুধবার সকালে আমরা ১৫ জন একটি ট্রলারে করে গভীর সাগরে মাছ ধরতে যাই। হঠাৎ ঝড়ো বাতাসে ট্রলারটি ডুবে যায়। এরপর আমরা কেউ লাইফ জ্যাকেট, কেউবা ভাঙা ফ্লোট ধরে ছয়দিন ধরে সাগরে ভেসে ছিলাম। এক পর্যায়ে একটি ট্রলার আমাদের দেখে উদ্ধার করে।”

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, জীবিত জেলেদের শরীরে পানিশূন্যতা, সানবার্ন ও শারীরিক দুর্বলতা দেখা গেছে। তাদের সুস্থ করে তোলার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা হাসপাতালের সামনে অবস্থান করছেন। কেউ কেউ বারবার কান্নায় ভেঙে পড়ছেন। সন্তান, স্বামী কিংবা ভাইয়ের খোঁজে তারা উৎকণ্ঠার মধ্যে দিন গুনছেন। স্থানীয় প্রশাসন ও জেলেপাড়ায় এখন শুধুই প্রার্থনা—নিখোঁজরাও যেন জীবিত ফিরে আসেন।