spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে...
প্রচ্ছদসারা বাংলামেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক মন্ত্রীর স্ত্রী মোনালিসাসহ ছয়জন কারাগারে

মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক মন্ত্রীর স্ত্রী মোনালিসাসহ ছয়জন কারাগারে

মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামসহ ছয়জনকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) দুপুর ২টার দিকে মেহেরপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার পূর্বনির্ধারিত তারিখে তাদের আদালতে তোলা হয়।

আদালতে হাজির করা অন্য পাঁচ আসামি হলেন— জুয়েলা রানা (সাবেক সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলা ছাত্রলীগ), রাধাকান্তপুর গ্রামের ইউনুস আলীর ছেলে; দরুদ আলী (আমদহ ইউনিয়নের সদস্য), বামনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে; আসলাম খান পিন্টু, শহরের লর্ড মার্কেট এলাকার বিশু খাঁর ছেলে; রাশেদুল ইসলাম আনন্দ (সাবেক ছাত্রলীগ নেতা), পোস্ট অফিস পাড়ার আব্দুল বারির ছেলে; এবং সামিরুল, গোলাম হোসেনের ছেলে।

জানা গেছে, এর আগে গত ২০ ফেব্রুয়ারি ঢাকার ইস্কাটন এলাকা থেকে সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে তাঁকে মেহেরপুরে এনে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার আম্বিয়া সেরীন আবাসিক এপার্টমেন্ট ভবনে

অন্যদিকে, মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন জুয়েলা রানা, রাশেদুল ইসলাম আনন্দ, আসলাম খান পিন্টু, দরুদ আলী ও সামিরুল। আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। মামলাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।