spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাজুলাই গণঅভ্যুত্থানে নিহতদের ওপর বর্বরতা কারবালাকেও হার মানিয়েছে: তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের ওপর বর্বরতা কারবালাকেও হার মানিয়েছে: তারেক রহমান

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের লাশের সঙ্গে যে বর্বরতা ও নির্মমতা চালানো হয়েছে, তা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৩০ জুলাই) বিকেলে সাভার আশুলিয়ার দারুল ইহসান ট্রাস্ট ১৪২৮৫/১৯৮৬ কর্তৃক পরিচালিত তাহফিযুল কোরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসা মাঠে আয়োজিত “আমাদের কথা আমরাই বলবো” শীর্ষক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে রীতিমতো গণহত্যা চালানো হয়েছিল। সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন শ্রমিকরা। বিশেষ করে সাভার আশুলিয়ার শ্রমিকদের ওপর ছিল বর্বরতম হামলা। অনেককে হত্যা করে লাশগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল। এমন নিষ্ঠুরতা, এমন নৃশংসতা ইতিহাসে বিরল—কারবালার বর্বরতাও যেন হার মানে এই ঘটনার কাছে।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট, যেদিন ফ্যাসিস্টদের পলায়নের দিন হিসেবে চিহ্নিত, সেদিনও সাভার আশুলিয়ায় গণহত্যা চলছিল। রাষ্ট্রীয় মদদপুষ্টভাবে ওই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।”

আরও পড়ুনঃ ইবি ক্রিকেট ক্লাবের মানবিক উদ্যোগ, অবহেলিত ছোট্ট নাঈমকে স্কুলে ভর্তি

তারেক রহমান বলেন, “গত বছরের জুলাইয়ে যে গণআন্দোলন শুরু হয়েছিল, তা ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। সেখানে অংশ নিয়েছিলেন শ্রমজীবী মানুষ, যারা সরাসরি কোনো সরকারি চাকরি বা সুবিধা প্রত্যাশী ছিলেন না। তাহলে প্রশ্ন আসে, রিকশাচালক, গার্মেন্টস শ্রমিক, দিনমজুর, রেস্তোরাঁকর্মী—তারা কেন রাস্তায় নেমেছিলেন? কারণ, যখন রাষ্ট্রক্ষমতায় একটি ফ্যাসিস্ট সরকার থাকে, তখন জনগণের গণতান্ত্রিক অধিকার থাকে না। তখন ন্যায্য দাবিগুলোও আদায় করা যায় না। সে কারণেই সেই দিন শ্রমিকেরা রাজপথে নেমে এসেছিলেন।”

তারেক রহমান এই বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান এবং বলেন, “এটি শুধুই গণহত্যা নয়, এটি মানুষের অধিকার, স্বপ্ন ও স্বাধীনতার বিরুদ্ধে ছিল এক নির্মম আঘাত।”

সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও ভার্চুয়ালি ও সরাসরি উপস্থিত ছিলেন।