
মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থনের প্রথম শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগকে উপেক্ষা করা হচ্ছে অভিযোগ করে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ওয়াসিম আকরাম ছিলেন একজন সংগ্রামী ছাত্রনেতা ও রাজনৈতিক কর্মী। তিনি কোনো চাকরিপ্রার্থী ছিলেন না, বরং ফ্যাসিবাদের পতন ঘটাতে তিনি রাজপথে নেমেছিলেন। নিজের রক্ত দিয়ে তিনি গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, শহীদ ওয়াসিম আকরামকে নিয়ে যারা এখন নীরবতা পালন করছে, তারা রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলকভাবে তার আত্মত্যাগকে আড়াল করতে চাইছে। তবে যতদিন গণতান্ত্রিক চেতনা বেঁচে থাকবে, ওয়াসিম আকরামের নাম ইতিহাসে অমর হয়ে থাকবে।
মেয়র বলেন, “ওয়াসিম আকরামসহ সকল শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। আমরা ইতোমধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তার নামে একটি পার্ক নির্মাণ করেছি। বিমানবন্দরের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশও তার নামে নামকরণ করা হয়েছে। তিনি ইতিহাস ও মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং এরপর এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ আয়োজন শুধু শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নয়, বরং সামাজিক দায়বদ্ধতারও এক উজ্জ্বল উদাহরণ।
ডা. শাহাদাত বলেন, “জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক অর্জন নয়। এটি গত ১৬ বছরের লাগাতার আন্দোলনের ফল। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও পেশাজীবীরা এতে অংশগ্রহণ করেছেন। নিপীড়নের শিকারও হয়েছেন তারাই সবচেয়ে বেশি। দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আজকের এই পর্যায়ে এসেছে আন্দোলন। এটি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।”
তিনি আরও বলেন, “যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। ষড়যন্ত্র হবে, কিন্তু আমরা জানি কীভাবে তা মোকাবিলা করতে হয়।”
আরও পড়ুনঃ ডিআইজি থেকে এএসপি—নানান অভিযোগে বরখাস্ত পাঁচ পুলিশ কর্মকর্তা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম। সঞ্চালনা করেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিকদার ও মহসিন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াকুব আলী সিফাত।
বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, মামুনুল ইসলাম হুমায়ুন, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন জিসান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন আবিদ, আনোয়ার হোসেন, দিদারুল আলম, ঈমাম হোসেন আবির, শহীদুল্লাহ ফয়সাল, নুরুল কবির, জুনাইদ রাসেল, বোরহানুল হক, শরীফুল ইসলাম আবির, মো. শোয়াইব, পারভেজ হাসান, তারেক হোসেন, মো. শাউন, আরফাত, ইমরান হোসেন, রাকিব, মিনার, তৌহিদুল ইসলাম, মানিক, মোজাম্মেল হোসেন, মো. শাকিল, মো. জাহেদসহ অনেকে।