
সাভার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সাভারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে দলটি।
শনিবার (২ আগস্ট) সাভার পৌর এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য ও ঢাকা জেলা বিএনপির অন্যতম নেতা ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
গণসংযোগ চলাকালে তিনি বলেন, “৩১ দফা কর্মসূচি হলো একটি আধুনিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। দেশকে একটি টেকসই ও জবাবদিহিতামূলক শাসনব্যবস্থার দিকে এগিয়ে নিতে এই রূপরেখার বাস্তবায়ন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি দায়িত্বশীল সরকার গঠনের পথে এই কর্মসূচি জনগণের প্রত্যাশা পূরণের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিচ্ছে। তাই জনগণকে এগিয়ে এসে বিএনপির পাশে দাঁড়াতে হবে, যেন দেশকে মুক্ত করা যায় দুর্নীতি, স্বৈরাচার ও দমন-পীড়নের হাত থেকে।”
এই সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়ে রাষ্ট্র গঠনের এই ঐতিহাসিক যাত্রায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
আরও পড়ুনঃ বেরোবিতে ‘জয় বাংলা’ লেখার ঘটনা: ১৫ দিনেও জমা হয়নি প্রতিবেদন, হতাশ শিক্ষার্থীরা
গণসংযোগ ও প্রচার কার্যক্রমে ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের সঙ্গে সাভার উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির মূল বিষয়বস্তু তুলে ধরা হয় এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করা হয়।
এ সময় নেতারা বলেন, রাষ্ট্রব্যবস্থা আজ ভেঙে পড়েছে। বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক নির্দেশে চলছে। তাই জনগণকেই এই রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে হবে।