spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একই ইউনিয়নের ৭...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে সাবেক ওয়ার্ড কাউন্সিলর সুমন গ্রেপ্তার

রামগঞ্জে সাবেক ওয়ার্ড কাউন্সিলর সুমন গ্রেপ্তার

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ৭নং সাতারপাড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুমনকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

রবিবার (৩ আগস্ট) সকাল ৮টায় উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেদী হাসান সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আজই তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুনঃ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: রায়পুরে ১০ ড্রেজার মেশিন জব্দ

এদিকে তার গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মধ্যে কেউ কেউ এই পদক্ষেপকে স্বাগত জানালেও তার অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এলাকাজুড়ে নজরদারি বাড়িয়েছে পুলিশ।