spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট, হাসপাতালে মা-মেয়ে

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট, হাসপাতালে মা-মেয়ে

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুপুর চ্যালকাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক নারীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে সংঘটিত এ ঘটনায় মা ও মেয়ে—দুই নারী গুরুতর আহত হয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন—উজিরপুর এলাকার সায়েমা বেগম (৪০) ও তার মেয়ে মরিয়ম খাতুন।

স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ঈদুল আজহার সময় ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে কালু বাঘ নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গ্রামে উত্তেজনা তৈরি হয়। এ ঘটনার জের ধরে পার্শ্ববর্তী পরিবারের ওপর প্রতিশোধ নিতে হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, পারভেজ নামের এক যুবকের নেতৃত্বে তার বাবা তাজিবুল হক, মো. গাভু (পিতা জাব্বার), আবদুর রহমান (পিতা মো. আনারুল), আনারুলের স্ত্রী বেদানা, হেরাশের স্ত্রী কমেলা বেগম, তাজিবুলের স্ত্রী মোসা. ছবি এবং নিহত কালু বাঘের দুই মেয়ে সহ ১৫-২০ জনের একটি দল সায়েমা বেগমের বাড়িতে হামলা চালায়।

আরও পড়ুনঃ রামগঞ্জে সাবেক ওয়ার্ড কাউন্সিলর সুমন গ্রেপ্তার

হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ও ঘরের বিভিন্ন অংশ ভাঙচুর করে এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয়। এ সময় বাধা দিতে গেলে সায়েমা বেগম ও তার মেয়ে মরিয়ম খাতুনকে বেধড়ক মারধর করে তারা। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

চিকিৎসাধীন সায়েমা বেগম অভিযোগ করে বলেন, “ঈদের আগের ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই। অথচ প্রতিহিংসা চরিতার্থ করতে আমার ঘরবাড়ি তছনছ করেছে, আমাদেরও মারধর করেছে। এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “ঘটনার তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।