spot_img

― Advertisement ―

spot_img

দলের দুঃসময়ের নেতাকর্মীরা এলাকায় মিজান-রায়হান আতঙ্কে

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত...
প্রচ্ছদসারা বাংলাদেশপ্রেম ধারণ করে দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে : চসিক মেয়র...

দেশপ্রেম ধারণ করে দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে : চসিক মেয়র ডা. শাহাদাত

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের মানুষের ভাগ্য বদলে দিতে হলে শিক্ষার্থীদেরকে দেশপ্রেম ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। শুধু ভালো রেজাল্টই যথেষ্ট নয়—সততা, শৃঙ্খলা ও নৈতিকতাই আগামী দিনে একজন আদর্শ নাগরিকের মূল পরিচয় হয়ে উঠবে।

রবিবার (৩ আগস্ট) সকালে নগরীর নাসিরাবাদ এলাকায় অবস্থিত অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, “স্কুল শুধু পুঁথিগত শিক্ষা দেয় না, বরং শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ গঠনের শিক্ষা দেয়। এই শিক্ষাই ভবিষ্যতে জীবনের প্রতিটি ধাপে সহায়ক হবে। আজকের ফলাফল শুধু একগুচ্ছ সংখ্যা নয়—এটি তোমাদের কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং শিক্ষকদের নিষ্ঠার ফল। এই ফলাফল যেন কেবল সার্টিফিকেটেই সীমাবদ্ধ না থাকে, বরং তা নৈতিকতা ও নেতৃত্বগুণে অনুপ্রেরণার উৎস হয়ে উঠুক।”

তিনি আরও বলেন, “তোমাদের মধ্যে যদি সততা ও দেশপ্রেম জাগ্রত থাকে, তবে তোমরাই আগামী দিনের দুর্নীতিমুক্ত, প্রযুক্তি-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার রূপকার হবে। এই সাফল্য যেন আত্মতুষ্টিতে সীমাবদ্ধ না থেকে আগামী পথচলায় দায়িত্ববোধ ও দেশসেবায় রূপ নেয়।”

আরও পড়ুনঃ সাজিদ হত্যায় উচ্চতর তদন্তের সুপারিশ ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সুলতানা ইয়াসমীন। বিশেষ বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি বিলকিস আক্তার ও অভিভাবক প্রতিনিধি রাশেদ কালাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক স্বেতা চৌধুরী ও ফারহানা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জেএমটি ফার্নিচার ও রিজনশিপ শিপিং-এর প্রতিনিধিবৃন্দ, নাসির কো-অপারেটিভ হাউজিং সোসাইটির কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের মধ্যেও ছিল উৎসাহ ও অনুপ্রেরণার উচ্ছ্বাস।