
জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি প্রকল্পের অধীনে উন্নয়নাধীন একটি খেলার মাঠ দখলের অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে তারাকান্দি গ্রামের শত শত মানুষ মানববন্ধনে অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, কলসপাড় ইউনিয়নের তারাকান্দি গ্রামে সরকারি খাস জমিতে খেলার মাঠ নির্মাণের কাজ চলছিল। ২.৬৮ একর জমিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উদ্ধারপূর্বক মাটি ভরাটসহ অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজও শুরু হয়। এমন সময় স্থানীয় রুবেল মিয়া গোপনে আদালত থেকে একতরফা স্থায়ী নিষেধাজ্ঞা আদায় করেন।
এরপর প্রশাসনের চোখ এড়িয়ে শুক্রবার বিকেলে ট্রাক্টর দিয়ে ওই জমিতে চাষাবাদ শুরু করেন তিনি। পরদিন শনিবার কাঁটাতারের বেড়া বসিয়ে পুরো মাঠ ঘিরে নেন এবং সেখানে ধান চাষের প্রস্তুতিও শুরু করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মাঠটি শিশু-কিশোরদের খেলাধুলার একমাত্র উন্মুক্ত স্থান। সরকার প্রকল্প হাতে নেওয়ায় এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু প্রভাবশালী মহলের হস্তক্ষেপে সেই স্বপ্ন আবারও ভেস্তে যেতে বসেছে।
আরও পড়ুনঃ আশুলিয়ায় ৩১ দফা প্রচারে উঠান বৈঠক, শহীদ পরিবারদের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবদল নেতার
এসময় বক্তারা বলেন, সরকারি জমি দখল করে কাঁটাতার বসিয়ে জনগণের অধিকার হরণ করা হয়েছে। তারা অবিলম্বে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম তালুকদার রিপন, মোস্তাফিজুর রহমান মিলন, নাদিম উদ্দিন, রফিকুল ইসলাম মিন্টু, সারোয়ার হোসেন ও আমজাদ হোসেন।
পরে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন এবং খেলার মাঠ দখলমুক্ত করে দ্রুত কাজ পুনরায় শুরু করার দাবি জানান।



