
মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
সোমবার (৪ আগস্ট) সকালে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসাইন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার (৩ আগস্ট) রাতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে রাত্রিযাপন করেন তিনি। পরদিন সকালে ক্যান্টনমেন্টে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো তার। তবে সকাল ১০টার দিকে দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে দুইজন সেনা সদস্য রুমের সামনে আসেন এবং দরজা খুলে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
ডিসি আলমগীর হোসাইন বলেন, “মরদেহ উদ্ধারের সময় দেখা যায়, তিনি মৃত্যুর আগে বমি করেছিলেন। বয়সজনিত কারণ ছাড়া তাঁর কোনো গুরুতর শারীরিক সমস্যা ছিল না বলে জানা গেছে। তবে আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি এবং প্রাথমিকভাবে কোনো সন্দেহজনক কিছু না মিললেও তদন্ত চলমান রয়েছে।”
আরও পড়ুনঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে বেরোবিতে দিনব্যাপী বর্ণিল কর্মসূচি
লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদ ১৯৭০ সালের ৬ সেপ্টেম্বর পাকিস্তান মিলিটারি একাডেমির ২৪তম যুদ্ধ কোর্স থেকে পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসর গ্রহণ করেন।
তাঁর মৃত্যুতে সশস্ত্র বাহিনী, মুক্তিযোদ্ধা সমাজ ও দেশবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মরদেহ চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। জানাজা ও দাফন সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনী কর্তৃপক্ষ পরে আনুষ্ঠানিকভাবে জানাবে বলে জানা গেছে।