মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ায় ছিনতাইকারীর কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খান।
সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বারপুর এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় পড়ে গিয়ে আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাকিব খান জানান, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক আন্দোলনকারী আহত ‘জুলাইযোদ্ধার’ কাছে দাওয়াতপত্র পৌঁছে দিতে তিনি চারমাথা এলাকা থেকে অটোরিকশায় করে মাটিডালির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশায় বসে মোবাইলে কথা বলার সময় হঠাৎ পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এসময় তিনি প্রতিরোধের চেষ্টা করলে রিকশা থেকে পড়ে গিয়ে আহত হন।
আরও পড়ুনঃ জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ উপলক্ষে বগুড়ায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সাকিবের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বশির বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। এটি পরিকল্পিত হামলা, নাকি একটি সাধারণ ছিনতাই, সেই দুটি সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিব খান ছিলেন সক্রিয় সংগঠক এবং গত বছরের জুলাই আন্দোলনের অন্যতম দৃশ্যমান মুখ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দাওয়াত বিতরণের সময় এমন হামলায় উদ্বেগ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।