
মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ায় সম্মিলন সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫”। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচারণে আয়োজিত এই অনুষ্ঠানটি মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হয়ে ওঠে এক প্রেরণাদায়ী সন্ধ্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী। তিনি বলেন, “জুলাই-আগস্ট বিপ্লব ছিল দেশ ও জনগণের স্বার্থে পরিচালিত এক ঐতিহাসিক গণআন্দোলন। এই বিপ্লব আমাদের গণতন্ত্রের দাবি, মানুষের অধিকার এবং ন্যায়ের জন্য সংগ্রামের প্রতীক। সাংস্কৃতিক জাগরণও সেই বিপ্লবের একটি অংশ। এ ধরনের অনুষ্ঠান জাতিকে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলন সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান জোবায়ের আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের পরিচালক তৌফিক ইলাহী।
আরও পড়ুনঃ কুয়াকাটায় ঢেউয়ের তোড়ে পর্যটকের মৃত্যু, তিন ঘণ্টা পর উদ্ধার মরদেহ
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, খরনা ইউনিয়ন আমীর নজরুল ইসলাম, খোট্রাপাড়া ইউনিয়ন আমীর অধ্যাপক শাহিদুল ইসলাম এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন।
বক্তারা বলেন, “জুলাই-আগস্ট বিপ্লব শুধু রাজনৈতিক পরিবর্তনের নয়, সাংস্কৃতিক ও সামাজিক জাগরণেরও সূচনা করেছিল। গণমানুষের চেতনা ও আত্মত্যাগ স্মরণে ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও সাহিত্য সংগঠনের সদস্যরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং নাটিকা। বিভিন্ন পরিবেশনায় উঠে আসে বিপ্লবের চেতনা, মানবতার আহ্বান ও ন্যায়বিচারের সংগ্রাম—যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় এবং সমাজ পরিবর্তনের প্রেরণা জোগায়।