মোঃ সিফাত ই মঞ্জুর রোমান, বরিশাল প্রতিনিধিঃ “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে এবং “জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক, সাওরাইদ বাজার শাখার উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান ২০২৫-২০২৬” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৬ আগস্ট ২০২৫) স্থানীয় সাওরাইদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সাওরাইদ বাজার শাখার ব্যবস্থাপক মুহাম্মদ তানজিমূল ইসলাম এবং সার্বিক সহযোগিতা করেন সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার শামীম আহমদ। এতে শাখার কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের সম্মানিত গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আরও পড়ুনঃ সত্য বলার মূল্য গলা কাটা লাশ—তুহিন হত্যায় জবাবদিহি চায় সাংবাদিক সমাজ
অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে ঔষধিগুণসম্পন্ন নিম গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে উপস্থিতদের উদ্বুদ্ধ করা হয়। শাখার কর্মকর্তারা এ ধরনের সামাজিক কার্যক্রমে অংশ নিতে পেরে গর্বিত ও অনুপ্রাণিত বোধ করেন।
এই কর্মসূচির মাধ্যমে সবুজ বাংলাদেশ গঠনে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় হয়েছে।